পাশের বাড়িতে ডাকাত পড়েছে
আমার ক্ষতি কি তাতে?
নিজের দুয়ার বন্ধ থাকুক
সিঁকিটি খসে না যাতে।
চোখের সামনে হোক পিটাপিটি
আমার কী আসে যায়?
পরের হয়ে ওমেদারী করা
আমার কি শোভা পায়?
চোখ আছে শুধু,
দেখে যাই বাবা
কইতে পারিনা কথা,
পরের বিপদে সাড়া দেয়া নাকি
আজ নয় সভ্যতা।