ডেক্স নিউজ : হৃদিতা তাসিন প্রমি এবং উম্মা নওরোজ নওমি যমজ বোন। এবার এসএসসি পরীক্ষায় গোপালপুর উপজেলার নন্দনপুর রাধারাণী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখা হতে জিপিএ৫ পেয়েছে।
এরা ডাক্তার ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখেন। বাবা খন্দকার রুহুল আমীন এনজিও কর্মকর্তা এবং মা উপজেলার মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।