গোপালপুর বার্তা ডেক্স :
বাংলা ভাষা ও সংস্কৃতির শেকড়কে তৃণমূল পর্যায়ে আরো প্রসারিত করতে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষা প্রয়োগের জোর দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এমন দাবি জানান।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম। বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক নুরে আলম সিদ্দিকী, উপপরিচালক শেখ শামীম ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাতৃভাষার শুদ্ধ চর্চা ছাড়া কোন জাতি কখনো সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেনা। তেমনি তাদের আদি সংস্কৃতির উন্নয়ন ও বিকাশ সম্ভব নয়। তিনি শুদ্ধ ভাষা ও সংস্কৃতি চর্চায় প্রমিত বাংলা ভাষা ব্যবহার, প্রয়োগ ও চর্চার আহ্বান জানান।