আজ || মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  মহান স্বাধীনতা যুদ্ধে যেভাবে হানাদার মুক্ত হল গোপালপুর থানা       আজ ১০ ডিসেম্বর গোপালপুর হানাদার মুক্ত দিবস পালন       গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প    
 


গোপালপুরে সাত কাউয়ার নোংরামি

এইচএসসসি পরীক্ষা থেকে বঞ্চিত ৩৮ পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজের ফরম ফিলাপের সমুদয় টাকা ছাত্রলীগের সাত কাউয়া মেরে দেয়ায় ৩৮ পরীক্ষার্থী আজ রবিবার থেকে শুরু হওয়া ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা আওয়ামীলীগ এবং ছাত্রলীগ সুত্রে জানা যায়, গত ডিসেম্বরে ফরম ফিলাপের সময়ে হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল খান এবং কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেনের নের্তৃত্বে সাত নেতা কলেজের ৩৮ পরীক্ষার্থীকে কম টাকায় ফরমপূরনের আশ্বাস দিয়ে দশ থেকে পনেরো হাজার করে টাকা আদায় করে। ওই দুই ছাত্রলীগ সভাপতির সাথে দুস্কর্মে আরো জড়িত ছিল পরাগ, সুমন, শিপু, সুমন ২ ও ইলিয়াস নামের ছাত্রলীগ নেতা।

গত রবিবার সন্ধ্যায় এসব হতভাগ্য পরীক্ষার্থীরা প্রতিকারের দাবিতে আওয়ামীলীগ অফিসে ভিড় জমায়। এর মধ্যে কান্নাভেজা কন্ঠে কবির হোসেন অভিযোগ করেন, গত ডিসেম্বরে নানা প্রলোভনে তাদের নিকট থেকে টাকা আদায় করা হয়। কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র বাবদ তিনশ টাকা করে দুদিন আগে আদায় করে। আজ রবিবার সকাল দশটায় পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ সাফ জানিয়ে দেন বিধিনুযায়ী ফরম পূরণ না করায় প্রবেশপত্র আসেনি। তাই তাদের পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছেনা। এ খবরে ৩৮ পরীক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়েন।

উপজেলা আওয়ামীলীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ জানান, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। গতবারও ছাত্রলীগের এ সিন্ডিকেট এ ধরনের অপকর্ম করেছিল। পরে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারে হস্তক্ষেপে অবসান ঘটে। এবারো একই ধরনের ঘটনা ঘটলো। ছাত্রলীগ নামধারী এসব কাউয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদ জানান, ছাত্রলীগ নামধারী এ সাত জনকে দল থেকে বহিস্কার করার ডকুমেন্টারীর প্রক্রিয়া চলছে। সাধারণ ছেলে মেয়েদের শিক্ষা জীবন নষ্ট করা এসব ছেলেরা কোন ভাবেই ছাত্রলীগ নেতা হতে পারে না।

হেমনগর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!