পাশের বাড়িতে ডাকাত পড়েছে
আমার ক্ষতি কি তাতে?
নিজের দুয়ার বন্ধ থাকুক
সিঁকিটি খসে না যাতে।
চোখের সামনে হোক পিটাপিটি
আমার কী আসে যায়?
পরের হয়ে ওমেদারী করা
আমার কি শোভা পায়?
চোখ আছে শুধু,
দেখে যাই বাবা
কইতে পারিনা কথা,
পরের বিপদে সাড়া দেয়া নাকি
আজ নয় সভ্যতা।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩