জিন্সের পেন্ট পরা-
নীল ফুলহাতা সার্ট।
কালো চুল ব্রাশ করা-
দেখতে বেজায় স্মার্ট।
ডায়েরি হাতে নিয়ে চলে-
ইংলিশ-বাংলিশ বলে।
বিধি বাম-
সে-ই আজ সংবাদ শিরোনাম।
শহর থেকে গ্রামে-
মোটর বাইকে এসে নামে
হৈচৈ পড়ে যায় চারদিক।
জনতার সম্মুখে-
কথা কয় আঁড়চোখে
পরিচয় দেয়, ‘আমি সাংবাদিক।’
কিছু লোকে ঘিরে রাখে-
কেহই চেনে না তাকে।
লোকাল পেপারে উঠে ছবি-
জানতে চায় তার নাম।
সে-ই আজ সংবাদ শিরোনাম।
সমস্যা তুলে ধরে,
দিন-রাত খেটে মরে-
অবিরাম ছুটে চলে দিকবিদিক।
ভয়কে করেছে জয়,
জনতার কথা কয়-
নিজ নিজ এলাকার সাংবাদিক।
কোথা থেকে আসে ভুঁইফোর-
দিয়ে যায় শুধু বদনাম।
সে-ই আজ সংবাদ শিরোনাম।
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৮