একটা দেশের সামরিক জান্তা
খুবলে খায় নারী,
ইজ্জত লুটেও তুষ্ট নয়
জ্বালায় ঘর বাড়ী।
সেই দেশটার প্রধান, নারী
অং সান সূচি,
রোহিঙ্গাদের মাংস খেতে
মুখে বেজায় রুচি।
নোবেল প্রাপ্তির মর্যাদা আজ
নর্দমায় স্থান পেলো,
শান্তি স্মৃতি অশান্তিতে
বিশ্বে রয়ে গেলো।