নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। শুভ শক্তির উদ্ভবে অশুভ শক্তির হবে পরাজয়। একাত্তরের চেতনায় সকলকে হতে হবে ঐক্যবদ্ধ। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে লড়তে হবে অশুভ শক্তির বিরুদ্ধে। জয় হবে শুভ শক্তির। কেটে যাবে সকল আঁধার। বলেছেন আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক, টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা সুলতানা কামাল। তিনি গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে ভূঞাপুর উপজেলার ফলদা কেন্দ্রিয় কালী মন্দিরে আয়োজিত ৯ দিনব্যাপি কালীপূজা, মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মুঠোফোনে মন্দির অঙ্গনে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য রেখে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর আহমেদ মুঠোফোন বার্তায় ধর্মীয় এ অনুষ্ঠান উপলক্ষ্যে ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ উপায়ে এ পূজা অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ প্রশাসন এ অনুষ্ঠান নির্বিঘœ করতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে সাহসিকতা নিয়ে সকলকে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহবান জানান।