আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


প্রথম দেখা :: জান্নাতুল ফেরদৌসি ::

অনন্ত! আমি আসবো

আমি আসবো তোমার নয়ন দুয়ারে।

আসবো বুনো কল্পনার অবসান ঘটিয়ে

গোধূলীর এক মহাকাব্যিক প্রহরে।

অজস্র দিনের সহস্র অপেক্ষার গণ্ডি ভেদ করে,

আমি আসবো তোমার দৃষ্টিপটে।

 

অনন্ত! তুমি দেখবে

তুমি দেখবে নয়নে নয়ন ভরে

বহু আকাঙ্ক্ষিত ইচ্ছের সীমানা জুড়ে।

না কোন সমাজরীতি না

ধর্মনীতি সেদিন প্রাচীর তুলে দাঁড়াবে!

 

অনন্ত! আমি সাজবো

তোমার সুপ্রিয় শুভ্র রঙে।

হেমন্তের কাশফুলের ভাঁজে ভাঁজে

লুকোচুরি কথা ছিল দুজনের।

আমি লুকোবো!

শুভ্র শাড়ির আঁচল উড়িয়ে

হারাবো অচেনা মেঘের গেরুয়া পালকে।

তুমি খুঁজবে!

মহাশূন্যের ছায়াপথ ধরে

তারকারাজির দেশে।

 

মুঠোফোনের সুদীর্ঘ আলাপন

এসে নতজানু হবে

প্রথম দেখার নৈসর্গিক

স্মৃতিপটের দ্বারে।

 

অনন্ত! তুমি বলবে

আমি শুনবো সে কথাগুলো,

মুখোমুখি বলবে বলে

জমিয়ে রেখেছিলে।

 

অনন্ত! আমাকে ডেকোনা

আমাকে তাকাতে বলোনা

তোমার অধীর দৃষ্টি পানে,

লজ্জাবতী লতার মত

নেতিয়ে যাবে লাজুক পাপড়ি।

এক নজর দেখার তীব্র বাসনার

একফোঁটা লোনাজল যখন…

আমার কপোল ছুঁয়ে যাবে,

এতটুকুই পরম প্রাপ্তির

ইহলৌকিক লেনদেন।

 

কালেমা শাহাদত অথবা

বল হরি হরিবল

সুরেলা গুঞ্জন ধ্বনিতে

এক পা এক পা করে

হারিয়ে যাবো ধীরে।

 

জীবন নাট্যের প্রথম আর

অন্তিম দর্শনের মহামিলনে,

তুমি না হয় গোলাপ ফেলে

রজনীগন্ধা হাতে এসো।

৭ মার্চ ২০১৮

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!