আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


কোন ইমোজির কী অর্থ?

ডেস্ক নিউজ :

বর্তমান প্রযুক্তির কল্যাণে এখন সবার হাতেই স্মার্টফোন৷ আর স্মার্টফোন মানেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটা করে অ্যাকাউন্ট৷যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হাইক, ট্যুইটার ইত্যাদি৷ কেউ কাজের তাগিদে অ্যাকাউন্ট খোলে তো কেউ বা আবার সময় কাটাতে৷

তবে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার বিষয় হল ইমোজি৷ কিন্তু আমরা যেসব ইমোজি ব্যবহার করি তার প্রত্যেকটির একটি করে মানে আছে, যা অনেকেই জানি না৷ আর তা না জেনেই মাঝেমধ্যে ঘটে বিপত্তি৷

আসলে বিশেষজ্ঞরা বলছেন, ইমোজি শুধুই মজা নয়, এক প্রকারের স্ট্যাডি৷ আসলে ইমোজি হল এক প্রকারের আইকন৷ যা আপনার অনুভূতিকে প্রকাশ করে৷ যেমন কোনও বাক্য অর্থপূর্ণ না হলে বা ভুল ইংরাজি বাক্য ব্যবহারে তার মানে পরিবর্তন হয়ে যায়৷ ঠিক তেমনই ভুল ইমোজি ব্যবহারে কথোপকথনের মানেও পরিবর্তন হয়ে যায়৷ আর এই ঘটনা যেকোনও মূহুর্তে আপনকে অপ্রস্তুতেও ফেলতে পারে৷

আমরা অনেক সময়ই মজার কথা ভেবে ইমোজি থেকে উইঙ্কি ইমোজি ব্যবহার করি৷ কিন্তু টেক্সটের শেষে আপনি যে উইঙ্কি মুখ ইমোজি ব্যবহার করছেন সেটি কেবল আপনার বাক্যে একটি মজার ছবি নয়। এটি ভাষাগত অর্থ প্রকাশ করতে পারে যা বাক্যটির ব্যাখ্যা পরিবর্তন করে দিতে পারে৷

অনেক সময় দেখতে পাওয়া যায় দাঁত বের করে হাসির একটি ইমোজি৷ যা আমরা অনেক সময় ব্যবহার করি৷ কারণে অকারণে এই ইমোজি ব্যবহারও ঠিক নয়৷ কারণ এর অর্থ আপনি ভীষণ খুশি, কিন্তু সেই আনন্দে আপনি একেবারেই আত্মহারা নন৷

চোখ বন্ধ করে হালকা হাসির ইমোজির অর্থ আপনি যথেষ্ট পরিশ্রম করার পর যখন বেশ রিল্যাক্স মুডে রয়েছেন৷ তখন এই ইমোজি ব্যবহার করা যেতে পারে৷ আবার একটি ইমোজিতে দেখা যায়, স্মাইলি মুখের মাথায় একটি নীল বলয়৷ এই ইমোজি অর্থে আপনি জানতেন না এমন কিছু হতে পারে বোঝানো হয়৷ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইমোজিতে শুধু দুটো চোখ রয়েছে৷ আর কিছুই নেই৷ সেক্ষেত্রে বোঝানো হয় কোনও ঘটনায় আপনি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷

আরও একটি ইমোজি আমরা অর্থ না বুঝেই ব্যবহার করে থাকি৷ ইমোজির মুখে দেখা যায় একটি চেন রয়েছে৷ এই ইমোজির অর্থ আপনি গোটা বিষয়টি জানেন৷ সেই বিষয়ে আভাস দিতে চাইছেন৷ কিন্তু পুরো ঘটনা বলছেন না বা বলবেন না৷ এই অর্থে ওই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে৷ এছাড়াও অন্যান্য অনেক ইমোজি রয়েছে যার অর্থ আমাদের অনেকের অজানা৷ সোশ্যাল মিডিয়ায় ইমোজি ব্যবহারের আগে ভাল করে জেনে নিন কোন ইমোজির কি মানে৷

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!