ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক, সুজন- সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা গোপালপুর সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গতকাল শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
সুজন গোপালপুর শাখার আয়োজনে ও হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজির পিস এম্বাসিডর সদস্য মো. শাহজাহান আলী ভিপির সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
পিএফজি এম্বাসিডর সদস্য ও বিএমজিটি এর টাঙ্গাইল জেলা সভাপতি কেএম শামীমের সঞ্চালনায় প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক আলোচনা করেন বক্তারা।
বক্তব্য রাখেন সুজন উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, জাসাস উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহমেদ সোহাগ, সুজন-এর সাবেক সভাপতি ও গোপালপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, বিএমজিটিএ গোপালপুর উপজেলা সভাপতি ও প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, পিস এম্বাসিডর সদস্য ও বিকশিত নারী নেটওয়ার্কের জেলা সভাপতি আনজু আনোয়ারা ময়না, ভুঞাপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিস এম্বাসিডর সদস্য শাহ আলম প্রামাণিক, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ও অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী, সুজন গোপালপুর শাখার সহসভাপতি ও গোপালপুর সরকারি কলেজের অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী, ওলামা দলের সভাপতি হাজি মো. বোরহান উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি খন্দকার মো. জামাল হোসেন জামালী, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলায়েত হোসেন, এরিয়া সমন্বয়ক মো. আতিকুর রহমান সুমন, দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়ক মো. বিপ্লব হোসেন, বিএমজিটিএ উপজেলা সম্পাদক মো. আশরাফ আলী, জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. নুরুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মনসুর রহমান প্রমুখ।