আজ || শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু       গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত    
 


গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাকালিন বাংলা বিভাগের অধ্যাপক, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণারের শুভ উদ্বোধন করা হয়।

বোরহান উদ্দিন ফাউন্ডেশন পরিচালিত খন্দকার আফসার উদ্দিন গণ গ্রন্থাগারের উদ্যোগে রবিবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালপুর পৌর শহরের কোনাবাড়ীতে গ্রন্থাগারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মো. বেলায়েত হোসেন মিন্টু।

গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ডা. শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন গোপালপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, বিএমজিটিএ জেলা সভাপতি কে এম শামীম, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কবি বিশ্বজিৎ চক্রবর্তী, কথা সাহিত্যিক কবি মুক্তার হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল বাছেদ, রনলা সাহিত্য সংসদের সদস্য মো. জাকির হোসেন, বাবু মনোরঞ্জন প্রমুখ।

প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করে আলোচকবৃন্দ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও শিক্ষা, শিল্প-সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর বিচরণ ও অবদান বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!