আজ || শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু       গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত    
 


চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসা পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঝিনাই নদীতে পড়ে দুজন নারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. নির্জয় জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চলে গেছেন। দ্রুত চলে যাওয়ায় তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে সাতজন যাত্রী ছিলেন। গাড়িটির গায়ে ‘সুইড বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের স্টিকার লাগানো ছিল।
স্থানীয়রা জানান, ২০১ গম্বুজ মসজিদের প্রায় ১০০ মিটার দক্ষিণে চলাচলের রাস্তা ঝিনাই নদীর ভাঙনের কারণে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে পর্যটকদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তারা আরও বলেন, চালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। চালক ধীরে-সুস্থে রাস্তার পূর্বপাশ দিয়ে গেলে দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু তিনি তাড়াহুড়ো করে পশ্চিম পাশের ভাঙা অংশ দিয়ে যেতে গিয়ে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়।
দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশটি ঝুঁকিপূর্ণ থাকলেও এটাই প্রথম বড় দুর্ঘটনা বলে জানান এলাকাবাসী। তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মাইক্রোবাসের চালক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, “আপনি কিসের সাংবাদিক, এখান থেকে চলে যান।”

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!