গোপালপুর বার্তা ডেক্স :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে লিফলেট বিতরণ ও পথ সভা হয়েছে। আলমনগর ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে সোমবার (৬ অক্টোবর) বিকালে নবগ্রাম বাজারে কর্মসূচি পালন করা হয়। এ সময় বাজার করতে আসা প্রত্যেক ক্রেতা-বিক্রেতার হাতে এ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
পরে বাজার মোড়ের মাঝপথে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা যুবদলের আহব্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন প্রিন্স।
পথ সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়েছে।
তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে ইতিমধ্যে এককপ্রার্থী হিসাবে মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে। এ আসনের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে তাঁকে ধানের শিষ প্রতিকে সকলের কাছে একটি করে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক নুরুল ইসলাম বাদল, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন, আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বিএনপি নেতা অধ্যাপক আশরাফুল আলম, অধ্যাপক জসিম উদ্দিন রিপন, মো. রফিকুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।