নিজস্ব সংবাদদাতা :
গোপালপুরে পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন’র উদ্যোগে জনতার মুখোমুখি অনুষ্ঠানের প্রস্তুতি সভা গতকাল শনিবার বিকাল ৩টায় স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সুজন’র গোপালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন- সহসভাপতি নূর নবী বালাম, সহসভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট জেলা সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, প্রেস ক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, সাবেক কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, শামীমা ইয়াসমীন ও গুলশান আরা নিপা প্রমূখ।
সভায় ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন, সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট সম্পর্কিত উন্মুক্ত আলোচনা শেষে সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে ১১সদস্য একটি উপকমিটি গঠন করা হয়।