আমার শৈশবের
জোনাক জ্বলা নদী
শান্ত স্থবির বুকে নৌকার ছলাৎ ছাপ
মধ্য দুপুরে
রৌদ্র করোটিতে
নদীর বুকে দামাল ছেলের উদ্দাম ঝাঁপ
ঘোনার বাঁকে
থেমে গেলে রাখালের বাঁশি
খোলা বাতায়নে নদী সমীরণে শান্তির গান
ভেজা বসনে
রমণীদের প্রস্থান
কৃষকদের হাঁকডাক মেলে নদীস্নান
আম্র ছায়তলে
পাতানো মাচানে বসে
নদীর অবলোকনে অলস সময় বিভোর
জীর্ণ তোমার
জরাজীর্ণ রূপে আজি
স্মৃতিপটে ভরাযৌবনের সেই ভাললাগা ঘোর।