নিজস্ব সংবাদদাতা :
ঢাকার কল্যাণপুরে নিহত জঙ্গি আবুল হাকিম নাইমের পরিচয় মিলেছে। তার বাড়ি পটুয়াখালির কলাপাড়ার কুয়াকাটা নয়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি গ্রামে। বাবার নাম মৃত নূরুল ইসলাম। মাতার নাম হালিমা খাতুন। সাত বছর বয়সে বাবা মারা যাওয়ার পর নানাবাড়ি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামে মানুষ হন। স্থানীয় মাদ্রসা থেকে দাখিল পর্যন্ত পড়াশোনা করেন।
ওই গ্রামের বাসিন্দারা জানান, ২০০৫ সালে বাংলা ভাইয়ের মুক্তাগাছা উপজেলার পাহাড়ি এলাকার আস্তানায় নাইম শিষ্যত্ব গ্রহণ করেন। বাংলা ভাই গ্রেফতার হওয়ার পর নাইম গাঢাকা দেন। ২০০৬ সালে লিবিয়া চলে যান। পাঁচ বছর সেখানে অবস্থানের পর ২০১১ সালে দেশে ফিরে আসেন। বাবার ভিটা গোলাবাড়ি গ্রামে এসে একটি খারেজি মাদ্রাসা খুলে সেখানে জঙ্গি প্রশিক্ষণ দেয়া শুরু করেন।
গোপালপুর থানার ওসি আব্দুল জলিল জানান, গ্রামবাসী তার কার্যকলাপের প্রতিবাদ করা শুরু করলে ২০১৩ সালে নাইম আবার গাঢাকা দেন। এর মধ্যে নাইম মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের হালিমা খাতুনকে বিয়ে করেন। সে ঘরে তার তিন সন্তান রয়েছে। গ্রামবাসী নাইমের প্রকাশিত ছবি দেখে চিনতে পারেন।
কে এম মিঠু, গোপালপুর।