গোপালপুর বার্তা ডেক্স :
দৈনিক কালবেলা পত্রিকার গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর শাহীন স্কুলের পরিচালক মনিরুজ্জামান নিখোঁজ হয়েছেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামার কুমুল্লী গ্রামের আব্দুল সালামের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে মনিরুজ্জামান নিরঞ্জন সরকারের মালিকানাধীন ভাড়ায় চালিত প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৯-১৯৭৮) নিজ বাসা থেকে ঢাকার উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হন।
মনিরুজ্জামানের স্ত্রী সালমা আক্তার জানান, আমার স্বামীর সাথে থাকা আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা ১ জন ঢাকায় যাইবে মর্মে নিরঞ্জন সরকারের প্রাইভেটকার ভাড়া করে। পরবর্তীতে নিরঞ্জন সরকার তার প্রাইভেটকার নিয়ে শাহীন স্কুলের গেইটের সামনে আসলে আমার স্বামী বাসা হইতে বাহির হয়ে সে তার সাথে থাকা আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা ১ জন ওই দিন সকালে কালিয়াকৈর থানাধীন লতিফপুর সাকিনস্থ শাহীন ক্যাডেট স্কুলের গেইটের সামনে হতে প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে আমি আমার স্বামীর সাথে বিকেলে মোবাইল নাম্বারে কথা বার্তা বলিলে সে জানায় সে বর্তমানে ঢাকায় আছে। এর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আমার স্বামীসহ প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অন্যান্যরা ফেরত না আসলে তাদের মোবাইল নাম্বারে ফোন করে ফোন বন্ধ পাওয়া যায়। অদ্যবধি আমার স্বামী, নিরঞ্জন সরকারসহ অন্যান্যদের এবং নিরঞ্জন সরকারের প্রাইভেটকার সন্ধ্যান করে পাওয়া যায় নাই। এ বিষয়ে আজ বুধবার কালিয়াকৈর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে।