নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণের অভিযোগে মাজহারুল ইসলাম বাকি ওরফে বাবুল মাস্টারকে টাঙ্গাইল ডিবি পুলিশ আজ মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে। টাঙ্গাইল ডিবি পুলিশের সাবইন্সপেক্টর শামসুল ইসলাম জানান, মাজহারুল ইসলাম আজগড়া গ্রামের মৃত কাশেম মাষ্টারের পুত্র এবং সেনের চর শাহ সুফি মাদ্রাসার সিনিয়র শিক্ষক। আজগড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গোপালপুর থানায় মামলা দায়ের হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া যায়। প্রভাব সৃষ্টি করে মামলা তদন্তে সমস্যা করায় গোপালপুর থানায় দায়ের হওয়া ওই ধর্ষণ মামলা ডিবিতে স্থানান্তরিত হয়। গোপালপুর পৌর শহর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে আদালতে চালান দেয়।