কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে উত্তর টাঙ্গাইলের লেখক কবিদের অংশগ্রহনে গতকাল শুক্রবার দিনব্যাপী স্থানীয় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কবি খালেক মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বানীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে প্রয়াত কবি রফিক আজাদ স্মরণে এক মিনিট নিরবতা শেষে আলোচনা অংশ নেন অধ্যাপক মির্জা মহিউদ্দিন, কবি অধ্যাপক বাদল মাহমুদ, বিশিষ্ট কবি দিদারুল ইসলাম, অধ্যাপক ড. মমতাজ বেগম, কবি অধ্যাপক শাজু রহমান, কবি মামুন তরফদার, কবি আজাদ কামাল, কবি আব্দুছ সাত্তার পলাশী, আজমল খান, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উত্তর টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবীন-নবীন লেখক ও কবিগণ তাদের স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন।