নিজস্ব সংবাদদাতা :
অবশেষে প্রশাসনের সহযোগিতায় ভেঙ্গে দেয়া হলো টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের একদল ভন্ড প্রতারক চক্রের তৈরি করা মাজার। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসূমুর রহমান। তাঁকে সার্বিক সহযোগিতা করেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম।
গত ২১ ফেব্রুয়ারি ভোর থেকে একটি পুকুরের মধ্যে মাজার গজানোর গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে একটি উঁচু মাটির ঢিবিকে লাল সালু কাপড় দিয়ে ঢেকে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করছিল। রাতে সেখানে গান-বাজনার আসর বসাতো। রোগ আরোগ্যের জন্য পুকুরের কাদা বোতলে ভরে দিত প্রতারক চক্র। এতে এলাকার সচেতন মুসুল্লীরা প্রতিবাদ জানালে মাজার সংশ্লিষ্ট লোকজন তাদের হুমকী প্রদান করে। পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মাজারটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং প্রতারকদের মৌখিকভাবে সতর্ক করে।