কে এম মিঠু:
‘সরকারি আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিস্পত্তি হলো এবার’ প্রতিপাদ্যে মঙ্গলবার গোপালপুরে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে এক বর্ণ্যাঢ্য র্যলী ও আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরিদুল হাসান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম খাসনবিশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ ও বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিগ্যাল এইড টাঙ্গাইল এর প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম। আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এসে সমবেত হয়।
অপর দিকে এ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এক সাইকেল র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্নস্তরের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।