নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহি গোপালপুর কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তথ্য প্রযুক্তরি সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে নির্মিত খন্দকার আসাদুজ্জামান একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন, বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ আজ ২৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গোপালপুর কলেজ অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দের সভাপতিত্বে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, প্রভাষক মো. আতাহার আলী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফজর আলী প্রমুখ।