গোপালপুর বার্তা ডেক্স :
‘মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত, সেই শিক্ষা নিয়ে আমরা সেদিন গড়ে উঠেছিলাম। শিক্ষার্থীদেরও সেভাবে গড়ে উঠতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন। তিনি আরো বলেন- ‘আমাদের আল্লাহ ও রাসুল (সা. )এর প্রতি অবিচল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলেই আমরা অন্যায় ও পাপ কাজ থেকে নিজেদের রক্ষা করতে পারব।’
বুধবার (১৮ জুন) সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহের মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান।
এসময় উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ।