নিজস্ব প্রতিবেদক :
সাপ্তাহিক যুগধারা ও গ্লোবাল গ্রুপ বাংলাদেশের যৌথ উদ্যোগে “জ্ঞানী নয়, জ্ঞানের সন্ধানে” স্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে। গত ২৬ ফেব্রুয়ারি বালিয়াটার লেলিন শিক্ষা পরিবারে, পালিমায় অক্সফোড ইন্টারন্যাশনাল স্কুলে, ২৭ ফেব্রুয়ারি নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২৮ ফেব্রুয়ারি কালিহাতী আর.এস পাইলট উচ্চ বিদ্যালয়ে, ৩ মার্চ ফরহাদ ক্যাডেট একাডেমি ও শাহিন শিক্ষা পরিবার এলেঙ্গা শাখায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রচনা প্রতিযোগিতায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌরসভা মেয়র আনছার আলী বি.কম, কালিহাতী আর.এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ.ম জামাল হোসেন, সাপ্তাহিক যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান সরকার, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ওয়ারেছুল ইসলাম, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট গভর্নিং বডির সদস্য লিয়াকত হোসেন ও প্রভাষক নাজমুল হুদা আখুন্দ, ফরহাদ শিক্ষা পরিবারের সহকারি পরিচালক নাজমুল কবির, শাহীন শিক্ষা পরিবার এলেঙ্গা শাখার পরিচালক মতিন, ফরহাদ ক্যাডেট একাডেমির পরিচালক শহিদুল ইসলাম, সাপ্তাহিক যুগধারার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম শরিফ, দৈনিক প্রগতির আলোর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মোঃ সোহেল রানা, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক ফয়সাল আহম্মেদ, লেলিন শিক্ষা পরিবারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম মিন্টু, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও তন্ময় খান কেন্দ্র পরিদর্শন করে তারা বলেন, আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে, তাদের স্বপ্ন জাগাতে হবে। যুগধারা ও গ্লোবাল গ্রুপ বাংলাদেশ নতুন প্রজন্মের মনে স্বপ্ন বুনে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে তারা আরো বড় ভূমিকা রাখবে। প্রতিযোগিতার কারনে অনেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করেছে। এটাই তাদের সাফল্য। জাতির জন্য অনেক বড় সেবা।