নিজস্ব প্রতিবেদক :
গোপালপুরে ডাঃ মির্জা হাতেম আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল ১৮ জানুয়ারি রোববার উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ মির্জা হাতেম আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা লে. কর্ণেল (অবঃ) মির্জা হারুন অর রশিদ বীর প্রতীক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, বেলুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ি মির্জা আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ২০জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে সনদপত্র ও নগদ টাকা প্রদান করা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সন থেকে এ শিক্ষা কল্যাণ ট্রাস্ট বৃত্তি কার্যক্রম পরিচালিত করে আসছে।