নিজস্ব প্রতিবেদক:
ব্র্যাক শিক্ষা কর্মসূচি-পেইসের গোপালপুর শাখার উদ্যোগে ছাত্রবন্ধু মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার গোপালপুর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ সিটি। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ, গোপালপুর থানার ওসি মো. জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিরি সভাপতি নূর মোহাম্মদ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির কর্মকর্তা আব্দুল গনি, আব্দুল আজিজ, অনিমা রাণী চক্রবর্তী প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও ছাত্রবন্ধু সংগঠনের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ছাত্রবন্ধু সংগঠনের শিল্পীরা।