আজ || শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


ঘাটের ব্রীজ অঘাটে ! কোটি টাকার সেতু রেখে পারাপার সাঁকোতে

 

নিজস্ব প্রতিবেদক :

Untitled-1 copyগোপালপুর উপজেলার নবগ্রাম মসজিদ ঘাটে বৈরান নদীর উপর ব্রীজ না থাকায় নগদাশিমলা ইউনিয়নের তিন গ্রামের মানুষ নিদারুন দুর্ভোগ পোহাচ্ছে। গ্রাম তিনটি হচ্ছে নবগ্রাম, জামতৈল ও গোলাবাড়ি। জানা যায়, এ ঘাটে ব্রীজের জন্য তিন গ্রামের মানুষ দীর্ঘ দিন আন্দোলন করেছে। দাবির মুখে এলজিইডি নদীর এ পয়েন্টে ব্রীজ নির্মানে কোটি টাকা বরাদ্দও দেয়। কিন্তু ঘাটের ব্রীজ নির্মিত হয় অঘাটে। গ্রামবাসিদের অভিযোগ, দুইশ বছরের পুরনো ঘাট যেখানে সেখানে এলজিইডি কোটি টাকার ব্রীজ নির্মানের সিদ্ধান্ত নেয়। ঘটা করে ব্রীজের ভিত্তিপ্রস্তর ও স্থাপন করা হয়। কিন্তু রাজতৈনিক বিরোধীতার দরুন জনবহুল ঘাট বাদ দিয়ে এক কিলো উজানে রাস্তাবিহীন নির্জন স্থানে ২০০০ সালে নির্মিত হয় ঐ ব্রীজ। কিন্তু ব্রীজের উভয় পাড়ে সংযোগ সড়ক না থাকায় এক যুগ ধরে ব্রীজটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এলজিইডির স্থানীয় কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ব্রীজটি চালু করতে একদেড় কিলো নতুন রাস্তা বানাতে হতো। এতে ১০/১৫ একর আবাদী জমি বিনষ্ট হওয়ার আশঙ্কায় গ্রামবাসিরা প্রতিবাদে নামে। এমতাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় ব্রীজের উভয় পাড়ে নতুন রাস্তা নির্মানে বাড়তি ৪০/৫০ লক্ষ টাকা বরাদ্দে রাজী হয়নি। বিলডগা গ্রামের খাদেম আলী জানান, মানুষ পারাপার না হওয়ায় ব্রীজটি বখাটে ও মাদকসেবিদের আস্তানা। জামতৈল গ্রামের আব্দুল লতিফ জানান, বহু আন্দোলন-সংগ্রামে পাওয়া ব্রীজটি ঘাট ছেড়ে অঘাটে নির্মান করায় কেউ সুফল পাচ্ছেনা। ব্রীজটি এখন শিয়ালের আস্তানায় পরিণত হয়েছে। এমতবস্থায় জামতৈল গ্রামের মানুষ নিজ ব্যয়ে বর্ষাকলে দ্বিতল সাঁকোয় আর শুকনো মৌসুমে একতলা সাঁকোতে নদী পার হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!