আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে পুত্রের হাতে মা খুন

Tangail-Gopalpur-Photo. 30.03.2015 (1) Tangail-Gopalpur-Photo. 30.03.2015 (2)

’আমি মাকে খুন করেছি, আমাকে পুলিশে দিন, আমি জেল খানায় থাকবো’

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে উন্মাদ পুত্রের হাতে মা খুন হওয়ার ঘটনা হয়েছে। আজ সোমবার উপজেলার চতিলা জোতবাগল গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ঘাতক পুত্রকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
গোপালপুর থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, নগদাশিমলা ইউনিয়নের চতিলা জোতবাগল গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (১৮) গত বছর চতিলা মাদরাসা হতে জিপিএ-৫পেয়ে দাখিল পাশ করে। পরে সে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসায় আলিমে ভর্তি হয়। দাখিল পাশের পর হতেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করে। গত সপ্তাহে তাকে বাড়ি আনলে সে আবারো পাগলামি শুরু করে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মা জমিলা বেগম (৪০) রান্না করতে গেলে পেছন থেকে ভারি কাঠের খন্ড দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এসময় উন্মাদ পুত্র আশরাফুল ইসলাম চিৎকার করে বলতে থাকে ’আমি মাকে খুন করেছি, আমাকে পুলিশে দিন, আমি জেল খানায় থাকবো’।
পরে আশপাশের লোকজন ঘাতক আশরাফুল ইসলামকে আটক করে ও তার মা নিহত জমিলা বেগমকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে গোপালপুর থানার এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটিদল ঘাতক আশরাফুল ইসলামকে আটক করে এবং নিহত জমিলা বেগমের লাশ থানায় নিয়ে আসে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম আজ সোমবার সন্ধ্যায় জানান, ঘাতক পুত্রকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় হত্যা মামলাসহ লাশ ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রক্রিয়া অব্যহৃত আছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!