নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরের বে-সরকারি উন্নয়ন সংগঠন উন্নত জীবনের সন্ধানে (উসা) ও বোরহান উদ্দিন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বিনামূল্য দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প আজ ১৭ মার্চ মঙ্গলবার পৌরশহরের মধুপুর ভট্র এলাকাস্থ উসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ এম এ মঈদ, সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ’র এসোসিয়েট প্রফেসর এবং বোরহান উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারপারসন ডাঃ শহীদুর রহমান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন উন্নত জীবনের সন্ধানে (উসা)’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিল, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল প্রমুখ।
দিনব্যাপী স্বাস্থ্য সেবায় শতাধিক রোগীকে চক্ষু ও ডায়বেটিস রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।