আজ || বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ       গোপালপুরে স্বপ্নছোঁয়া এগ্রো ফার্মের ১০০ একর জমিতে ভূট্টার বীজ বপন    
 


গোপালপুরের কৃতি সন্তান ডা. আতিকুল ইসলাম পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলোর ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী গ্রামের কৃতি সন্তান এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আতিকুল ইসলাম অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন। তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সষ্টিটিউটের সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

ডা. আতিকুল ইসলাম ১৯৭০ সালের ১ জানুয়ারী নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. মকবুল হোসেন সা’দত সরকারি কলেজের গ্রাজুয়েট এবং একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আতিকুল ইসলামের দুই ভাই ও দুই বোন। মাতা ফাতেমা বেগম একজন আদর্শ গৃহিনী। ডা. আতিকুল ইসলাম নন্দনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নটরডেম কলেজ এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৯৪ সালে এমবিবিএস পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে ডিসিএইচ, ২০০৩ সালে বিসিপিএস থেকে এমসিপিএস এবং ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন।

ডা. আতিকুল ইসলামের সহধর্মীনী অধ্যাপক ডাঃ শিউলী বেগম এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আতিকুল ইসলামের কনিষ্ঠ ভ্রাতা ড. মোহাম্মদ আমিনুল ইসলাম মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশের পর বুয়েট থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেন। এরপর ইউরোপের সুইডেনের ডার্লানা ভার্সিটি থেকে উচ্চ শিক্ষা নেন। এরপর ডেনমার্ক ডিটিইউ থেকে ডক্টরেট ও পোস্ট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এ ভার্সিটিতে এসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত।
ডাক্তার আতিকুল ইসলাম ও শিউলী দম্পতির এক ছেলে এক মেয়ে। মেয়ে শ্রাবনী আনান হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজে এবং ছেলে আহান আয়মান আতিক ধানমন্ডির মাষ্টারমাইন্ডে গ্রেড সিক্সে পড়াশোনা করে।

ডা. আতিকুল ইসলাম নিজ গ্রাম সাফলাবাড়ী-লক্ষীপুরে ধর্মীয় ও কারিগরী শিক্ষা বিস্তারের জন্য ১৯৯০ সালে একটি শিক্ষা ফাউন্ডেশন স্থাপন করেন। ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন নামক এ প্রতিষ্ঠানের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত মানের আবাসিক মাদ্রাসা পরিচালনা করা হয়। ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর বৃত্তি প্রদান করা হয়। এটি উত্তর টাঙ্গাইলের সব চেয়ে বড় বৃত্তি প্রদান কর্মসূচি। এতে স্বর্ণপদকপ্রাপ্ত ৩ জন সুপার টেলেন্টফুল, ১৮ জন টেলেন্টফুল, ৪২ জন সাধারণ গ্রেড এবং ১০ জন টপারসহ মোট ৭৩ জন মেধাবী বৃত্তি পেয়ে থাকেন।

ডাক্তার আতিকুল ঢাকার বিজয় স্মরণীর কিউর স্পেশালাইস হসপিটাল লিঃ, বাংলা মোটরের পদ্মা জেনারেল হসপিটাল লিঃ, ইবনে সিনা ডায়াগনষ্টিক সেন্টার লালবাগ শাখা এবং কাঁটাবনের হোম কেয়ার হসপিটল লিঃ এ চিকিৎসা সেবার সঙ্গে জড়িত। এখানে অসহায় রোগীদের তিনি নামমাত্র খরচে চিকিৎসা দিয়ে থাকেন। আতিক-শিউলী দম্পতি অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় নিয়মিত দানখয়রাত করেন। স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগিতাও করে থাকেন।

ডা. আতিকুল ইসলাম বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সষ্টিউিটের অধ্যাপক হিসাবে পদোন্নতি পাওয়ায় গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!