নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে উত্তর মান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, প্রাক্তন সভাপতি আলহাজ আব্দুস সামাদ, দক্ষিণ মান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শিরিন আক্তার, জোত আতাউল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুর রাজ্জাক, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাসুদা ইয়াসমিন, দক্ষিণ মান্দিয়া নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল ইসলাম, অভিভাবক শাহিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক আ: ছাত্তার। সমাবেশে ২০১৫ খ্রিস্টাব্দে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা, স্কুল ড্রেস নিশ্চিতকরণসহ সার্বিক সচেতনতা বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রায় ২ শতাধিক মা অভিভাবকসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।