আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে দুই বিঘা জমির কাঁচা সরিষা ট্রাক্টর দিয়ে মাড়িয়ে দেয়ার অভিযোগ

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নবধুলটিয়া গ্রামে লীজের জমির ফসল নিয়ে বিরোধের জেরে এক প্রান্তিক চাষীর দুই বিঘা জমির আধা পাকা সরিষা ট্রাক্টর দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে জমির মালিক।

জানা যায়, ওই গ্রামের রুবি বেগমের দুই বিঘা জমি লীজ নিয়ে দুই বছর ধরে ফসল আবাদ করেন একই গ্রামের রায়হান ও রফিকুল। জমিতে এবার হাইব্রিড সরিষা লাগিয়ে ছিলেন। আধা পাকা সরিষা মাত্র এক সপ্তাহ পরেই ঘরে তোলার কথা। ফলন ভালো হওয়ায় লক্ষাধিক টাকার ফসল পাওয়ার আশা করেছিলেন গরীব দুই চাষী।

প্রান্তিক চাষী রায়হানের অভিযোগ, আজ শনিবার সকাল দশটায় রুবি বেগম ও তার স্বামী শামছুল হক থানা পুলিশ নিয়ে গ্রাম আসে। সালিশী বৈঠকের অছিলায় নাম মাত্র ক্ষতিপূরণ নিয়ে জমি ছেড়ে দিতে চাপ দেয়। মাত্র এক সপ্তাহের মধ্যেই পাকা সরিষা তুলে জমি ছাড়ার কথা বলতে না বলতেই রুবি বেগম থানা পুলিশের উপস্থিতিতে ট্রাক্টর ডেকে এনে সরিষা ক্ষেতে নামান এবং দেড় ঘন্টার মধ্যে জমির আধা পাকা সরিষা ফসল মাটির সাথে মিশিয়ে দেন। বহু কানাকাটি করেও তিনি ফসল রক্ষা করতে পারেননি।

জমির মালিক রুবি বেগম জানান, তিনি জমির মালিক হলেও আপন ভাই হাফিজুর রহমান এ দুজনকে আমার পক্ষ থেকে মৈখিকভাবে লীজ দিয়েছিল। কিন্তু লীজ মানি তাকে বুঝিয়ে দেয়া হয়নি। এ জন্য জমি থেকে বৈধভাবে তাদেরকে উচ্ছেদের চেষ্টা করে সফল হইনি। এ জন্য থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ এসে তাদেরকে জমি ছেড়ে দিতে বলে। রায়হান কিছু ক্ষতিপূরণ নিয়ে জমি ছেড়ে গেলও রফিকুল ধারের কাছেও আসছিলনা। তাছাড়া তারা সরাসরি আমার নিকট থেকেও লীজ নেয়নি। এমতাবস্থায় তারা জমি ছেড়ে না দেয়ায় পুলিশের পরামর্শে ট্রাক্টর দিয়ে সরিষা ফসল ধংস করা হয়।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু জানান, লীজ নিয়ে বিরোধ থাকলেও জমির ফসল ধংস করার অধিকার কারোর নেই। সরিষা ফসল ধংস করার কাজটি সঠিক হয়নি। দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিমাংসা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার জানান, লীজ নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু কোন ফসল ধংস করার অধিকার কারো নেই।

গোপালপুর থানার এসআই শফিউল ইসলাম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিত বিষয়টি নিস্পত্তি করতে পুলিশসহ তিনি ওই গ্রামে গিয়েছিলো। তিনি বিষয়টি পুরো ফয়সালা করতে পারেননি। পুলিশ চলে আসার পরেই জমির মালিক ট্রাক্টর দিয়ে ফসল ম্যাসাকার করেন। এভাবে ফসল ধংস করাটা সম্পূর্ন বেআইনী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!