নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর পৌরশহরের হাটবরিয়ানে খন্দকার আসাদুজ্জামান একাডেমির নবীণ বরণ ও ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৭ ডিসেম্বর বুধবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা পর্ষদের সদস্য ডা. হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো: ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল জুব্বার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শিহাব জানান, প্রতিষ্ঠানে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা প্রথমবর্ষে নতুন ভর্তিকৃত ১৫৭জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।