আজ || বুধবার, ১৮ Jun ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা       গোপালপুর কামিল মাদ্রাসার হিরক জয়ন্তী অনুষ্ঠিত       ধনবাড়ীর পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী       গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ‘ভূমি মেলা’ উদ্বোধন       বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা       কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি গোপালপুরের মনিরুজ্জামান নিখোঁজ       গোপালপুরে কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ৩ গরু ছাই       গোপালপুরে বিষমুক্ত ফল-ফসল-সবজি আবাদে পার্টনার কংগ্রেস       ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা ও সংস্কৃতি রক্ষার কাজ আরো সুদৃঢ করার অঙ্গিকার    
 


ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা ও সংস্কৃতি রক্ষার কাজ আরো সুদৃঢ করার অঙ্গিকার

নিজস্ব প্রতিনিধি :
দেশের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা ও সংস্কৃতি সুরক্ষার কাজ আরো সুদৃঢ করার অঙ্গিকার করা হয়েছে। আজ সোমবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

‘মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিলুপ্তপ্রায় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন ইন্সষ্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। গারো ও কোচ ভাষা বিলুপ্তির কারণ নিয়ে গবেষণা ধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন কালাচারাল এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক বাঁধন আরেং, সোস্যাল একটিভিষ্ট এবং কোচ নেতা গৌরাঙ্গ বর্মন এবং গারো লিটারেচার সোসাইটির কর্মী লিয়াং রিছিল।

বক্তব্য রাখেন ইন্সষ্টিটিউটের প্রশিক্ষক শেখ শামীম ইসলাম, ভাষা গবেষণা ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত পরিচালক নূরে আলম সিদ্দিকী, বিএডিসির ট্রেনিং ইন্সষ্টিউিটের অধ্যক্ষ মোহাম্মদ জাকিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন সংস্থার কর্নধার এবং গারো নেতা ইউজিন নকরেক, প্রবীন চিশিম, সুলেখা ম্রং প্রমুখ।

গারো ও কোচ সম্প্রদায়ভূক্ত নেতারা বলেন, বাংলা ভাষার ক্রমবর্ধমান চাপে এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাদের ভাষা এখন বিলুপ্তির পথে। একটি ভাষা বিলুপ্তি মানে একটি জাতিগোষ্ঠির সংস্কৃতি রীতিনীতি ও জীবনদর্শনের বিলুপ্তি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভাষার উন্নতি মানে জাতি গোষ্ঠি ও রাষ্ট্রের উন্নতি। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউটের অন্যতম কাজ হলো ক্ষুদ্র জাতিগুলোর ভাষা সংগ্রহ, সংরক্ষণ এবং এ সংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণের কাজ সফলতার সাথে পরিচালনা করা। তারা গারো ও কোচ জনগোষ্ঠির ভাষা সংরক্ষণের উদ্যোগ হিসাবে আজকের কর্মশালার আয়োজন করেছেন। তিনি এ কাজে সার্বিক সহযোগিতার জন্য তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি ভাষা বিষয়ক গবেষণার জন্য বৃত্তি চালু করেছে। ভাষা গবেষকরা সফলতার সাথে ভাষা নথিভূক্তকরণ, বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে কাজ করছেন। তবে গারো ও কোচ জনগোষ্ঠির কোন প্রতিষ্ঠান যদি ভাষা পুনরুদ্ধার, পুনর্জীবন বা সংরক্ষণ করতে যান  তাদেরকে সর্বতোমুখি সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!