ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ জুন) সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ কার্ণিভালে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন।
টাঙ্গাইল জেলা স্কাউটস সম্পাদক এম এ জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস কমিশনার মো. আবুবক্কর সিদ্দিক, জেলা স্কাউটসের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ, গোপালপুর উপজেলা স্কাউটস কমিশনার মো. জোবায়েরুল হক, উপজেলা স্কাউট সম্পাদক মো. আব্দুল হাই, গোপালপুর উপজেলা জাসাসের সভাপতি মো. শাহানুর আহম্মেদ সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিশু, ইউনিট লিডার ও ৫ জন সেচ্ছাসেবক রোভার অংশ গ্রহন করেন।