ডেক্স নিউজ :
এবারের শারদীয় দুর্গাপূজায় জনপ্রিয় শিল্পী পৌলমী গাঙ্গুলী ও অভিজিৎ মিশ্র’র নতুন গান ‘দুগ্গা দুগ্গা’ ইউটিউবে রিলিজ করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) গানটি রিলিজ হয়। ‘দুগ্গা দুগ্গা’র মিউজিকে রয়েছেন দেবাশীষ সাহা, লিরিক লিখেছেন সরকার প্রলয়। স্টুডিও ভাইব্রেশনের আয়োজনে করা গানটির ভিডিও স্যুট হয়েছে শ্রীরামপুর রাজবাড়ীতে।
ইউটিউবে পৌলমী গাঙ্গুলীর অফিসিয়াল চ্যানেলে ‘দুগ্গা দুগ্গা’ গানটি আপলোড করা হয়েছে। গানটির শিল্পী পৌলমী গাঙ্গুলী বাঙালি হলেও অভিজিৎ মিশ্র ওড়িশার। অর্থাৎ, বাঙালি আর অবাঙালির কণ্ঠে বাংলা গান, তাও আবার শারদীয় দুর্গাপূজার। এটি গানের প্রোপটকেও দিয়েছে ভিন্ন মাত্রা।
‘দুগ্গা দুগ্গা’ গানের ভিডিওতে অভিজিতকে দেখা যাচ্ছে, বাংলা সংস্কৃতি-ঐতিহ্য জানতে ও বুঝতে অন্য দেশ থেকে কলকাতায় আসা একজন মানুষ হিসেবে। তিনি যে বন্ধুর বাড়িতে আসেন তার নাম পৌলমী গাঙ্গুলী। এই গানের মধ্য দিয়ে একটি আদি বাঙালি বাড়ির দুর্গাপূজার নানা অনুষঙ্গ ও বৈচিত্রতা তুলে ধরা হয়েছে। ফলে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসায় অদ্ভুতভাবে জড়িয়ে যান অভিজিৎ মিশ্র।
গানের বিষয়ে পৌলমী গাঙ্গুলী বলেন, কলকাতার আদি বাড়ির দুর্গাপূজা কেমন হয়ে থাকে, তা নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানের ভিডিওচিত্রে। সঙ্গে লিরিক, সুর আর নাচে পুরো বিষয়টিকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। গানটি দেখলে, শুনলে যে কারও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, আমি এবং অভিজিৎ প্রায় ১৩ বছর ধরে একসাথে কাজ করছি। আমরা সাধারণত একটু অন্যরকম গান গাই। এই গানটা এবারের দুর্গাপূজায় অন্য রকম মাত্রা এনে দিবে। প্রতিটি বাঙালির জন্য এই গানটা লেখা হয়েছে। আমার মনে হয়, সবার কানে গানটা লেগে থাকবে।