আজ || সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


দুর্গাপূজা উপলক্ষে পৌলমী-অভিজিতের ‘দুগ্গা দুগ্গা’ গান রিলিজ

ডেক্স নিউজ :

এবারের শারদীয় দুর্গাপূজায় জনপ্রিয় শিল্পী পৌলমী গাঙ্গুলী ও অভিজিৎ মিশ্র’র নতুন গান ‘দুগ্গা দুগ্গা’ ইউটিউবে রিলিজ করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) গানটি রিলিজ হয়। ‘দুগ্গা দুগ্গা’র মিউজিকে রয়েছেন দেবাশীষ সাহা, লিরিক লিখেছেন সরকার প্রলয়। স্টুডিও ভাইব্রেশনের আয়োজনে করা গানটির ভিডিও স্যুট হয়েছে শ্রীরামপুর রাজবাড়ীতে।

ইউটিউবে পৌলমী গাঙ্গুলীর অফিসিয়াল চ্যানেলে ‘দুগ্গা দুগ্গা’ গানটি আপলোড করা হয়েছে। গানটির শিল্পী পৌলমী গাঙ্গুলী বাঙালি হলেও অভিজিৎ মিশ্র ওড়িশার। অর্থাৎ, বাঙালি আর অবাঙালির কণ্ঠে বাংলা গান, তাও আবার শারদীয় দুর্গাপূজার। এটি গানের প্রোপটকেও দিয়েছে ভিন্ন মাত্রা।

‘দুগ্গা দুগ্গা’ গানের ভিডিওতে অভিজিতকে দেখা যাচ্ছে, বাংলা সংস্কৃতি-ঐতিহ্য জানতে ও বুঝতে অন্য দেশ থেকে কলকাতায় আসা একজন মানুষ হিসেবে। তিনি যে বন্ধুর বাড়িতে আসেন তার নাম পৌলমী গাঙ্গুলী। এই গানের মধ্য দিয়ে একটি আদি বাঙালি বাড়ির দুর্গাপূজার নানা অনুষঙ্গ ও বৈচিত্রতা তুলে ধরা হয়েছে। ফলে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসায় অদ্ভুতভাবে জড়িয়ে যান অভিজিৎ মিশ্র।

গানের বিষয়ে পৌলমী গাঙ্গুলী বলেন, কলকাতার আদি বাড়ির দুর্গাপূজা কেমন হয়ে থাকে, তা নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানের ভিডিওচিত্রে। সঙ্গে লিরিক, সুর আর নাচে পুরো বিষয়টিকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। গানটি দেখলে, শুনলে যে কারও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, আমি এবং অভিজিৎ প্রায় ১৩ বছর ধরে একসাথে কাজ করছি। আমরা সাধারণত একটু অন্যরকম গান গাই। এই গানটা এবারের দুর্গাপূজায় অন্য রকম মাত্রা এনে দিবে। প্রতিটি বাঙালির জন্য এই গানটা লেখা হয়েছে। আমার মনে হয়, সবার কানে গানটা লেগে থাকবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!