ডেস্ক নিউজ :
স্বপ্নভঙ্গের বেদনা নয়, স্বপ্নপূরণের তৃপ্তি এখন বাংলাদেশের নারী ফুটবলারদের। হাতের মুঠোয় ধরা দিয়েছে ট্রফি। প্রথমবার আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপেই বাজিমাত! শুরু থেকে শেষ পর্যন্ত একই দাপটে খেলে ট্রফি জিতেছে লাল-সবুজ প্রতিনিধিরা। গতকাল থিম্পুতে ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে গতকাল নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল গোলাম রব্বানীর শিষ্যরা। কিন্তু প্রথমার্ধে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি লাল-সবুজরা। তবে বিরতির পর প্রতিপক্ষের গোলমুখ খুলে জুনিয়র টাইগ্রেসদের আনন্দে ভাসান মাসুরা পারভীন। শেষ পর্যন্ত তার নৈপুণ্যেই ১-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে বয়সভিত্তিক ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠেন স্বপ্ন-মৌসুমিরা।
চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে কৃষ্ণা রানি সরকার-স্বপ্নাকে নিয়ে সাজানো আক্রমণভাগ প্রথমার্ধে নেপাল গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। তবে এ অর্ধের একেবারে শেষদিকে প্রথমবার গোলের সুযোগ তৈরি করেছিলেন মারিয়া মাণ্ডা। কিন্তু তার নেওয়া দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায়।
বিরতি থেকে ফিরে আবারও গোলের নেশায় মেতে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। কয়েক মিনিট পরই সুফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৪৯তম মিনিটে মাসুরা পারভীনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জুনিয়র টাইগ্রেসরা। মাঝ মাঠের একটু ওপরে স্বপ্না ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় লাল-সবুজের মেয়েরা। সে সুযোগে মৌসুমির লম্বা করে নেওয়া ফ্রি-কিকে অফসাইডের ফাঁদ ভেঙে হেডে লক্ষ্যভেদ করেন এ ডিফেন্ডার। এর দুই মিনিট পরই গোল হজম করতে পারত বাংলাদেশ। কিন্তু ভাগ্য সঙ্গে থাকায় সে সময় তেমনটি হয়নি। এরপর আর কোনো বিপদের সম্ভাবনা জেগে ওঠেনি। উল্টো প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেন মারিয়া মাণ্ডারা। শেষ পর্যন্ত অবশ্য আর জালের দেখা না পেলেও ঠিকই স্বস্তির জয়ে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়েন স্বপ্নারা।
এর আগে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের পথচলা শুরু বাংলাদেশের। পরের ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে জুনিয়র টাইগ্রেসরা। ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছিল মারিয়া মাণ্ডারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে গতকাল এ টুর্নামেন্টের শিরোপাও নিজেদের করে নেয় লাল-সবুজ প্রতিনিধিরা।
৯ মাস আগে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গতকাল দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে মারিয়া মাণ্ডারা জিতল আরেকটি শিরোপা। তাতে এদেশ আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিশ্চয়ই পাবে।