নিজস্ব সংবাদাতা :
সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের যমুনা চরের বালিয়ামেন্দাতে অভিযান চালিয়ে অবৈধভাবে আয়োজিত অশ্লীল যাত্রা ও জুয়ার মঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার মেছড়া ইউনিয়নের প্রভাবশালী মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সক্রিয় সদস্য আবুল কালাম ও তার সহযোগী আব্দুল মমিন এবং মজনু মিয়া গত ২৫ সেপ্টেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের যমুনার চরাঞ্চল এলাকা বালিয়ামেন্দা গ্রামে যাত্রার আয়োজন করে। যাত্রার নামে অশ্লীল নাচ, দেহ ব্যবসা আর হাউজি-জুয়া খেলার জোর প্রস্তুতি লক্ষ্য করে গ্রামের সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে উঠে। ইতোপূর্বেও কালামের নেতৃত্বে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ দেখেছে গ্রামবাসী। কিন্তু ভয়ে তারা নিজেরা প্রতিবাদ না করে আইনের আশ্রয় প্রার্থনা করেন।
পরে সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত ২৫ সেপ্টেম্বর রাতে ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান ও পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন অভিযানে অংশগ্রহণ করেন। ম্যাজিস্ট্রেট ও পুলিশদল ঘটনাস্থলে পৌছলে সেখানে এলাকার লোকজন জড়ো হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মেলা প্রাঙ্গন থেকে সটকে পড়েন মেলা আয়োজনকারিরা। তবে স্থানীয়দের সহায়তায় যাত্রার মঞ্চ ও জুয়া আসরের প্যান্ডেল ও একটি জেনারেটর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা সীমানা সংলগ্ন যমুনার দুর্গম চর বালিয়া মেন্দা গ্রামে আবুল কালামের নেতৃত্বে একটি চক্র বেশ কিছুদিন ধরে জুয়া ও অশ্লীল নৃত্যসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে শুক্রবার রাত প্রায় ২ টার দিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই অভিযানে এলাকাবাসীর সহযোগিতায় জুয়ার আসরের প্যান্ডেল, মঞ্চ ও একটি জেনারেটর পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।