আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


মধুপুর বন থেকে নয় দিন পর অপহৃত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের পাড়াটঙ্গি মহল্লা থেকে নয় দিন আগে অপহৃত এক মাদ্রাসা ছাত্রের গলিত লাশ আজ বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চল থেকে পুলিশ উদ্ধার করে।

নিহত শিশুর নাম তানিম। ঘটনার সাথে জড়িত দুই অপহরনকারি শাকিল এবং ওসমানকে মুক্তাগাছা থানা পুলিশ জনতার সহযোগিতায় আটক করে। মুক্তাগাছা থানা পুলিশ জানায়, গত ১৯ জুলাই বুধবার মাদ্রাসা থেকে ফেরার পথে মুক্তাগাছা পৌর শহরের জসিম উদ্দিন ফরাজীর আট বছরের পুত্র শিশু তানিম অপহৃত হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে গত সোমবার ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি থেকে রবিন নামে এক যুবককে মুক্তাগাছা থানা পুলিশ গ্রেফতার করে। তার দেওয়া তথ্য ও কিলারদের মোবাইল ট্রেকিং এর মাধ্যমে মধুপুর বন থেকে তানিমের দ্বি-খন্ডিত গলিত লাশ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, জসিম ফরাজীর দূর সম্পর্কের আত্মীয় উপজেলার কান্দুলিয়া গ্রামের শাকিল মিয়া একই মহল্লায় দুই মাস আগে বাসা ভাড়া নিয়ে পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে। এ সুযোগে ঘটনার দিন বানর দেখার কথা বলে শিশু তানিমকে মাদ্রাসা ছুটির পর সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে মধুপুরের গহিন বনে নিয়ে যায়। পরে গলা টিপে তাকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। মোটা অংকের টাকা আদায়ের জন্য অপহরন করা হলেও তা না পেয়ে ওই শিশুকে হত্যা করা হয় বলে পুলিশকে জানায় গ্রেফতারকৃতরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!