নিজস্ব সংবাদদাতা:
“আত্ম শক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারেনা” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে দি হাঙ্গার প্রজেক্ট এর অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ সোমবার সকাল ১১টায় প্রজেক্ট এর সকল স্বেচ্ছাব্রতীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, দি হাঙ্গার প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর ও বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসূমুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী (প্রোগ্রাম অফিসার) সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, বিকশিত নারী নেত্রী টাঙ্গাইলের সভাপতি আনজু আনোয়ারা ময়না, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দিনতা কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সুজন এর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, প্রেস ক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, সুজন এর ইউনিয়ন সম্পাদক আ. কাদের, মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান নান্নু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান টিপু প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার হেমনগর ইউনিয়ন এ আরো একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করবেন।