আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের সদস্যদের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ওসি তদন্ত মামুন ভূইঞা, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে আরো আর্থিক ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। উল্লেখ্য, গত রবিবার রাতে অগ্নিকান্ডে ৬ পরিবারের ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে মারা যায়। এসময় দুই ব্যক্তি আহত হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!