ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে স্বপ্নছোঁয়া এগ্রো ফার্মের ১০০ একর জমির ভূট্টা প্রজেক্টে বীজ বপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই এলাকায় বীজ বপনের শুভ উদ্বোধন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা বিএনপি’র সভাপতি ও স্বপ্নছোঁয়া এগ্রো ফার্মের প্রধান উপদেষ্টা খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, স্বপ্নছোঁয়া এগ্রো ফার্মের স্বপ্নদ্রষ্টা রুমন সরকার, প্রভাষক জাহিদ হাসান, গোলাম কিবরিয়া মুকুল ও জাকির হোসেন।
শাতাধিক পরিত্যক্ত ভূমি মালিক সুবিধাভোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন প্রভাষক জাহিদ হাসান।