আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


মধুপুরে ডিপি পুলিশ সেজে ৬ লক্ষাধিক টাকা ছিনতাই; আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, টাকা উদ্ধার

11900020_1184057731611657_3282380410819529032_n

নিজস্ব সংবাদদাতা :

মধুপুরে ব্যাংক হতে টাকা উত্তোলন করে যাওয়ার পথে মহাসড়কে ব্যারিকেট দিয়ে ভূয়া ডিবি পুলিশ সেজে ৬ লক্ষাধিক টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশ এবং জনতা ধাওয়া করে মধুপুর বন থেকে টাকাসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে। গতকাল বুুধবার আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিঃ (এনসিসি) মধুপুর শাখা হতে উপজেলার আশ্রা গ্রামের মোঃ আনোয়ার হোসেন ডিলার ৫ লক্ষ টাকা উত্তোলন করে এবং সাথে থাকা ১ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে মটর সাইকেল যোগে মধুপুর ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কাকরাইদে অন্য একটি ব্যাংকে যাওয়ার পথে কাকরাইদ ব্রীজের কাছে পিছন থেকে অনুসরন করা একটি মাইক্রো রাস্তায় ব্যারিকেট দিয়ে টাকাসহ আনোয়ারকে জোর পূর্বক ডাকাতদের গাড়ীতে তুলে নেয়। এসময় জনতার দৃষ্টিতে ঘটনাটি এলে জনতা ঐ মহাসড়কের ধারে অদূরে পুলিশ ফাঁড়িতে দ্রুত খবর দেয়। খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আমিনুল ইসলাম পুলিশ ও জনতা নিয়ে গাড়ীর গতিরোধ করার চেষ্টা করেন। দ্রুত ডাকাত দল গাড়ীর গ্লাস ভেঙ্গে গেলেও ময়মনসিংহের দিকে যেতে থাকে। পরে পুলিশ এবং জনতা মটরসাইকেল যোগে ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে ডাকাত দল আনোয়ারকে টেলকি নামক স্থানে গাড়ী হতে ফেলে দেয়। বিপদ বুঝে মাইক্রো রেখে টাকা নিয়ে জঙ্গলে পলায়নের চেষ্টা করে। পুলিশ ও জনতা পিছু ধাওয়া করে আন্তঃ জেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আন্তঃ জেলা ডাকাতদলের পিরোজপুর জেলার মটবাড়ীয়া উপজেলার ফারুক (৩০) ও জুয়েল (৩২), বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার আলী হোসেন জাহাঙ্গীর (৩২) ও গাজীপুর জেলার সাইদুর রহমান পুলিশ ডাকাতদের মাইক্রোটি জব্দ করেছে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ময়মনসিংহ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মধুপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!