ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুভয়ে দিন কাতরাচ্ছে লিখন। সে গোপালপুর উপজেলার সৈয়দপুর (শিবপুর) গ্রামের অসহায় শামছুল আলমের সন্তান। ১৩ বছরের মেধাবী ছাত্র সাকিন আহমেদ লিখন টেলেন্টপুলে বৃত্তিসহ পিএসসিতে এ+ পেয়ে ৭ম শ্রেণিতে পড়াশুনা করছে।
নিউরো ব্লাস্টটোমা ক্যান্সারে আক্রান্ত লিখন বর্তমানে ধানমন্ডি আনোয়ার খান মর্ডাণ হসপিটালে ৬মাস যাবৎ পরিবারের সর্বসাকুল্য দিয়ে চিকিৎসাধীন আছে। ডাক্তার বলেছে অপারেশন করালেই সে ভালো হয়ে যাবে। কিন্তু মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে অপারেশন হয়ে সুস্থ্য হতে লিখনের অনেক টাকার দরকার। যা তার পরিবারের পক্ষে ব্যয় করা অসম্ভব। ছেলেটির পরিবার সমাজের হৃদয়বান মানুষের কাছে সামান্য সাহায্যের হাত বাড়াতে আকুল আবেদন করেছেন।
আসুন, আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে লিখনকে বাঁচিয়ে তুলি।
ব্যাংক একাউন্ট : NASIMA KHATUN, A/C -10315149059 ডাচ্ বাংলা ব্যাংক, বনানী শাখা, ঢাকা। মোবাইল : 01788620673, বিকাশ : 01764927033