আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


ভেঙ্গে পড়েছে গোপালপুরের পাকুটিয়া ব্রীজ; ২০ গ্রামের মানুষ ভোগান্তিতে

Photo-Gopalpur-Tangail 05.06.2015

কে এম মিঠু, গোপালপুর:
আকস্মিক ভাবে নদীতে ভেঙ্গে পড়েছে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া ব্রীজ। বন্ধ হয়ে গেছে প্রায় ২০ গ্রামের মানুষের যাতায়াত। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসি ও জনপ্রতিনিধিরা।
সরেজমিনে ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া গ্রামে গেলে জানা যায়, বিগত ২০০৪ সালের দিকে ঝিনাই নদীর উপর প্রায় ২৫০ফুট দীর্ঘ ব্রিজটি নিমার্ণ করা হয়। ব্রীজটি দিয়ে পাকুটিয়া, চাতুটিয়া, সীমান্তবাজার, করিয়াটা, ঝাওয়াইল, ভেঙ্গুলা, গোলাবাড়ি, সোনামুই, মোহাইল, বর্ণী, নগদা শিমলা, কেরামজানীসহ প্রায় ২০ গ্রামের কয়েক হাজার লোক ও পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম মজিবর রহমান উচ্চ বিদ্যালয়, চাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত সুব্যবস্থার জন্য ব্রিজটি নিমার্ণ করা হয়ে ছিল।
আজ ৫ জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ব্রীজটি পরিদর্শনে গিয়ে জানান, বুধবার সকাল ১০টার দিকে আকস্মিক ভাবে উক্ত ব্রিজের ৯টি স্লাবের মধ্যে থেকে মাঝের ৫৪ফুট দীর্ঘ দুটি স্লাব ভেঙ্গে পড়েছে। ফলে হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। তিনিসহ এলাকাবাসি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
এ সময় পাকুটিয়া গ্রামের বাসিন্দা মেহেদি হাসান মুকুল অভিযোগ করেন, ব্রিজটি নির্মাণের সময়ই ব্রিজের ওই অংশের দুটি পিলার দেবে গিয়ে ছিল কিন্তু এলাকাবাসি তাৎক্ষনিক অভিযোগ তুললেও প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই ব্রিজের নিমার্ণ কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!