নিজস্ব প্রতিবেদক:
গোপালপুরের ভাদুরীরচর জামিলা-হাকিম কল্যাণ ট্রাষ্টের বাৎসরিক ওয়াজ মাহফিল শনিবার রাতে হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর পশ্চিম পাড়া গ্রামের অনুষ্ঠিত হয়।
কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক ভোরের ডাকের এজিএম মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক স্বাধীন মতের সম্পাদক ড. খন্দকার আলী আজম।
স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ্ব মুনছুর রহমান মাষ্টারের পরিচালনায় ও গোলাম কিবরিয়া বকুলের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন নিউ এইজের সিনিয়র একজিকিউটিভ অফিসার এস এম হেলাল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, মো. নূরে আলম প্রমুখ।
সিরাজগঞ্জ রৌহাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা নূরুল ইসলাম আনছারী, ধনবাড়ী বুলদীআটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আফজাল হুসাইন, ঢাকাস্থ উত্তর আজিমপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মো. আনোয়ার হোসাইনসহ স্থানীয় বক্তারা ওয়াজ করেন।
ওয়াজ মাহফিলে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, মো. জাকির হোসেন মো. ইসমাইল হোসেন, মো. রফিকুল ইসলাম, ডাঃ মো. আবদুর রশিদ, হাসনা খাতুন, ডাঃ এস এম হায়দর আলী প্রমুখ।