নিজস্ব প্রতিবেদক :
টানা অবরোধে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার দুগ্ধখামারিরা। স্থানীয় হাট-বাজারে পাইকারী ক্রেতা না থাকায় এবং মিল্কভিটা দুধ কেনা বন্ধ করে দেয়ায় দুধের দামে দরপতন ঘটেছে। ফলে লোকসান দিচ্ছে গরীব দুগ্ধখামারিরা। প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় মিল্কভিটার রেজিস্ট্রিভূক্ত দুগ্ধ খামার রয়েছে ৭শত ৫০টি। এর মধ্যে মধুপুরে ৩৭৪ এবং ধনবাড়ীতে ৩৭৬টি। খামারগুলোতে প্রায় সাড়ে ৩ হাজার গাভী রয়েছে। এছাড়াও রয়েছে সাড়ে তিনশ সাধারণ খামারী। ধনবাড়ীতে মিল্কভিটার দৈনিক ১৫শ লিটার দুধ সংগ্রহের ধারন ক্ষমতা সম্পন্ন একটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র রয়েছে। অবরোধের কারণে মিল্কভিটা দুধ পরিবহন করতে না পারায় দুধ কেনা বন্ধ রেখেছে। ফলে খামারি ও দুগ্ধ উৎপাদনকারীা দুধ নিয়ে মহা বিপাকে পড়েছে। দুধের গ্রাম বলে খ্যাত ধনবাড়ী উপজেলার মুশুদ্দি, ভাইঘাট, ধনবাড়ী বাজার ও মুশুদ্দি চৌরাস্তা বাজারে আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। মুদ্দদ্দি চৌরাস্তা বাজারে কথা হয় খামারি নিয়ামত আলী ও ছোহরাব আলীর সাথে। তারা জানায় একদিকে গাভীর খাবারের দাম বৃদ্ধি অপরদিকে অবরোধে দুধের দাম কমে যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। ধনবাড়ী দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মীর আশরাফ হোসেন জানান, টানা অবরোধের কারণে মিল্কভিটা দুধ কেনা বন্ধ করায় স্থানীয় হাটবাজারে কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছে খামারি ও কৃষকরা।