নিজস্ব প্রতিবেদক:
যমুনা টিভির টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুনের মা মনোয়ারা বেগম (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার পরিবারের সদস্যরা জানায়, গতকাল মঙ্গলবার এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি তার বড় ছেলের সাথে মোটরসাইকেলে করে মনমনসিংহ যাচ্ছিলেন। পথিমধ্যে মুক্তাগাছা নামক স্থানে তিনি মাথা ঘুড়ে মোটরসাইকেল থেকে পরে যান। রাতে তার মাথায় ব্যাথা হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাযা বাদ মাগরিব টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।