হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলে অন্তত পাঁচটি বাংকারের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে শতাধিক রকেট লাঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সংরক্ষিত সাতছড়ি বনাঞ্চলে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, “সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। এমন খবর পেয়ে আমরা অভিযানে নামি। গত দুই তিনদিন ধরে এই অভিযান চলছে। অভিযান চালিয়ে রকেট লাঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।”
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ির গভীর বনে বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বনের ভেতর পাঁচটি বাংকারের মধ্যে এসব আগ্নেয়াস্ত্র রাখা ছিলো।
র্যাব সূত্রে জানা গেছে, সাতছড়ি বনাঞ্চলের একটি অংশে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্ত পার হয়ে বাংলাদেশের সংরক্ষিত বনে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা অস্ত্রের মজুত করছে -এমন খবর পেয়ে র্যাব সকালে অভিযান শুরু করে। বেলা ২টা পর্যন্ত শতাধিক রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে। সেই সাথে কিছু মর্টার শেলও উদ্ধার করা হয়।